দক্ষিণ কলকাতায় নির্বাচনে মার্জিন দ্বিগুণ করতে পরামর্শ দিলেন নেতৃত্ব

এই কেন্দ্র বিজেপিকে রুখতে এবং মালা রায়ের জয়কে নিষ্কন্টক করতে দলীয় কর্মী, সমর্থকদের একাধিক পরামর্শ দিলেন নেতৃত্ব।

Must read

প্রতিবেদন: দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রার্থী মালা রায়ের জয়ের মার্জিন বাড়াতে ঝাঁপিয়ে পড়েছেন দলের স্থানীয় নেতা- কর্মীরা। এই কেন্দ্র বিজেপিকে রুখতে এবং মালা রায়ের জয়কে নিষ্কন্টক করতে দলীয় কর্মী, সমর্থকদের একাধিক পরামর্শ দিলেন নেতৃত্ব।

আরও পড়ুন-সিএএ-র বিরুদ্ধে পথে নামল মতুয়া সমাজ

শনিবার দক্ষিণ কলকাতা কেন্দ্রে আয়োজিত এক কর্মীসভার মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই পরামর্শ দিলেন প্রার্থী মালা রায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, জাভেদ খান- দলের অন্যান্য নেতারা। সুব্রত বক্সি বলেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। বুথকর্মীদের প্রতিটি বাড়িতে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তাঁদের বোঝাতে হবে। এর পাশাপাশি নিজেদের ভোট একটাও যাতে নষ্ট না হয় সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে নেতৃত্ব। এর পাশাপাশি বিজেপির বহিরাগত রুখতে রীতিমতো ম্যান মার্কিং করার পরামর্শও দেওয়া হয়েছে। নেতৃত্বের বিশ্বাস এই পথে এগোলে এবার জয়ের মার্জিন দ্বিগুণ হয়ে যাবে।

Latest article