প্রতিবেদন : রাহুর দশা চলছে বিজেপির! ভোটের মুখে একের পর এক হেভিওয়েট ত্যাগ করছে গেরুয়াসঙ্গ। এবার পদ্ম থেকে সরলেন মধ্যপ্রদেশ নির্বাচিত রাজ্যসভা সাংসদ অজয় প্রতাপ সিং। শনিবার সকালেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-শিক্ষিকাদের পোশাক নিয়ে হুলিয়া জারি গেরুয়া সরকারের, মহারাষ্ট্রে যেন তালিবানি ফতোয়া
শুক্রবার তেলেঙ্গানার মেহবুবনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জিতেন্দ্র রেড্ডিও বিজেপি ছেড়েছেন। চলতি মাসে বিজেপির দুই লোকসভা সাংসদ হরিয়ানার হিসারের ব্রিজেন্দ্র সিং এবং রাজস্থানের চুরুর রাহুল কাসওঁয়া দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। দেশ জুড়ে কয়েক দফায় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে বিজেপি। এখনও সব আসনে প্রার্থী দিয়ে উঠতে পারেনি কেন্দ্রের শাসকদল। এর মাঝেই ভাঙন অব্যাহত। স্বাভাবিকভাবেই দিশাহারা অবস্থা গেরুয়া শিবিরের। গত মাসে রাজ্যসভা নির্বাচনে অজয়কে পুনরায় মনোনয়ন দেয়নি বিজেপি। সাংসদ চেয়েছিলেন মধ্যপ্রদেশের সিধি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে। কিন্তু তা হয়নি এরপরই পদ ও দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অজয়।