যোগী পুলিশকে ডোন্ট কেয়ার! রাজার হালে জেলে দিন কাটাচ্ছে দাগি অপরাধী

অভিযুক্তের নাম আসিফ। ২০১৯-এর ডিসেম্বরে দিল্লির সদরবাজারে পূর্ত দফতরের ঠিকাদার রাকেশ যাদবকে গুলি করে খুনের অভিযোগ তার বিরুদ্ধে

Must read

প্রতিবেদন : এমন অদ্ভুত কাণ্ড বোধহয় শুধুমাত্র যোগীরাজ্যেই (Yogi state)সম্ভব। খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে জেলে থাকা এক দাগি অপরাধী বিনাদ্বিধায় বলছে, মনে হয় স্বর্গে আছি, উপভোগ করছি। চিন্তার কোনও কারণ নেই। খুব শিগগিরি বেরিয়ে আসব জেল থেকে। গোপনে এমন সুখানুভূতির কথা জানায়নি এই দাগি অপরাধী, একেবারে ২ মিনিটের ভিডিও-বার্তায় খোলাখুলিভাবে এই মন্তব্য করেছে। যাকে বলে একেবারে লাইভ-স্ট্রিমিং। সেটি ভাইরালও হয়েছে।

আরও পড়ুন-রাহুর দশা বিজেপির! দল ছাড়লেন প্রতাপ সিং

এর থেকেই প্রমাণিত হয়, খুনের ঘটনায় অভিযুক্তরাও কতটা রাজার হালে থাকার সুযোগ পায় যোগীরাজ্যের জেলে। তাদের জন্য ব্যবস্থা হয় বিলাসবহুল কারাবাসের। যেন ফাইভস্টার হোটেলের সুযোগ-সুবিধে। যার বহিঃপ্রকাশ এমন ঔদ্ধত্যে। উত্তরপ্রদেশের বেরিলি সেন্ট্রাল জেলের মধ্যে এমন ঘটনায় স্তম্ভিত রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। অভিযুক্তের নাম আসিফ। ২০১৯-এর ডিসেম্বরে দিল্লির সদরবাজারে পূর্ত দফতরের ঠিকাদার রাকেশ যাদবকে গুলি করে খুনের অভিযোগ তার বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের আগে এই জেলের এই চাঞ্চল্যকর ভিডিও ঘিরে গভীর অস্বস্তিতে বিজেপি। জেলে বসেই সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং এক দাগি অপরাধীর পক্ষে কীভাবে সম্ভব, প্রশ্ন উঠেছে তা নিয়ে।

Latest article