বলিউডে বায়োপিকের (Biopic) বিষয়টা নতুন নয়। এবার বড় পর্দায় ৪০ এর দশকের অন্যতম বিখ্যাত অভিনেত্রী মধুবালার (Madhubala) জীবনী আসছে। মধুবালার বায়োপিক তৈরী করছেন জসমীত কে রীন। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে আগ্রহ শিল্পীমহলে আজও অনেকটাই। এবার সেলুলয়েডের পর্দায় তাঁর জীবনী তুলে ধরা হবে।
আরও পড়ুন-বিমান দুর্ঘটনা এড়াতে নবান্নে চিঠি বিমানবন্দরের
সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন এই ছবির প্রযোজনা করবে। তাঁদের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘ আমরা আমাদের আগামী ছবির কথা ঘোষণা করতে পেরে অত্যন্ত খুশি। এই ছবিটি তৈরি হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে শ্রদ্ধা জানাতে ও তাঁর সৌন্দর্য এবং প্রতিভাকে সম্মান জানাতে। বলিউডের এই আইকনিক তারকার জীবনের গল্প জানতে তৈরী হয়ে যান।’
আরও পড়ুন-পদত্যাগ করলেন ইন্দ্রনীল সেন
মধুবালার জীবন থেকে শুরু করে তাঁর পেশা, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান ইত্যাদির কথা থাকবে এই ছবিতে। ১৯৪৭ সাল থেকে ১৯৬০ এর দশক পর্যন্ত তিনি বলিউডের অন্যতম বিখ্যাত নায়িকা ছিলেন। তাঁর প্রথম ছবি ছিল ১৯৪৭ সালে নীল কমল। কিদর শর্মা সেই ছবিটির পরিচালনা করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন তিনি। মধুবালার বায়োপিক পরিচালনা করতে চলেছেন জসমীত। তিনি এর আগে আলিয়া ভাট অভিনীত ডার্লিংস ছবিটির পরিচালনা করেছিলেন।