পদত্যাগ করলেন ইন্দ্রনীল সেন

মনে করা হচ্ছে, নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কী রাজনৈতিক প্রভাব পড়ে সেই নিয়ে শেয়ার বাজার এত ওঠানামা করছে।

Must read

ওষুধ প্রস্তুকারী সংস্থা বায়োকনের (Biocon) চিফ ফিনান্সিয়াল অফিসারের পদে কর্মরত ইন্দ্রনীল সেন (Indranil Sen) পদত্যাগ করলেন। ঠিক এরপরেই বায়োকনের শেয়ারের দরে শুক্রবার ব্যাপক ধস নামে। শেয়ারের দাম এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ পড়ে যায়। শুক্রবার বায়োকনের তরফে জানানো হয়, সঙ্গে সঙ্গে গৃহীত ও কার্যকর হয়েছে তাঁর ইস্তফা। ১৫ মার্চ থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে। ইস্তফাপত্রে তিনি জানান অন্য কোনও সংস্থায় যোগদান করতে চলেছেন তিনি। ইন্দ্রনীল সেন ২০২১ সালের এপ্রিলে বায়োকনের চিফ ফিনান্সিয়াল অফিসার নিযুক্ত হন। প্রায় ২০ বছর ধরে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন তিনি।

আরও পড়ুন-ঘুষকাণ্ডে গৌতম আদানি ও তাঁর সংস্থার বিরুদ্ধে তদন্তে মার্কিন প্রশাসন

শুক্রবার দিনের শেষে ৪.৭৬ শতাংশ পড়ে সংস্থার প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছিল ২৫৪.২৫ টাকা। গত কয়েক সপ্তাহ ধরেই শেয়ার বাজারে ব্যাপক উত্থান পতন চলছে। লোকসভা নির্বাচনের মুখে বাজারের এই অস্থিরতা নিয়ে অনেক রকম বিষয় স্থাপন করছেন বাজার বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কী রাজনৈতিক প্রভাব পড়ে সেই নিয়ে শেয়ার বাজার এত ওঠানামা করছে।

Latest article