প্রতিবেদন : রবিবারও চরম ভোগান্তি যাত্রীদের। শনিবারের পর রবিবার সারাদিনে শিয়ালদহ ডিভিশনে গড়াল না শতাধিক লোকাল ট্রেনের চাকা। ছুটির দিন হলেও যাঁরা দৈনিক রেলপথে যাতায়াত করেন, এদিন তাঁদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে।
আরও পড়ুন-বিচারপতিকে কটাক্ষ দেবাংশুর
শনিবার থেকেই দমদম স্টেশনে টানা ৫২ ঘণ্টার ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। তার জেরে শনিবারের পর এবার রবিবারও শিয়ালদহ ডিভিশনে ১৪০টিরও বেশি লোকাল বাতিল হয়েছে। সোমবার ভোর ৪টে পর্যন্ত চলবে এই কাজ। শিয়ালদহ থেকে হাসনাবাদ, ডানকুনি, বারাসত, নৈহাটি, হাবড়া, কৃষ্ণনগর, বর্ধমান লোকালের পাশাপাশি মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, বারাসত-হাসনাবাদ, বালিগঞ্জ-বারাকপুরের মতো লোকালও বাতিল করা হয়েছে। শুধু শিয়ালদহই নয়, রবিবার হাওড়া ডিভিশনেও ট্রাফিক ব্লকের কারণে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান থেকে একাধিক ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে।