বিচারপতিকে কটাক্ষ দেবাংশুর

এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি জাগোবাংলা। তবে সোশ্যাল মিডিয়াতেই এর প্রত্যুত্তর দিয়েছেন তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

Must read

সংবাদদাতা, তমলুক : তমলুক লোকসভা কেন্দ্রে এবার মাথা চাড়া দিল সাপ-বিতর্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তমলুকে বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই নিজেকে ‘বিষাক্ত’ বলে সার্টিফিকেট দিচ্ছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত বিষাক্ত। এরপর চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি। আপনারা সাবধানে থাকবেন।’

আরও পড়ুন-তৃণমূলের নতুন ডেপুটি চিফ হুইপ হচ্ছেন দেবাশিস কুমার

এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি জাগোবাংলা। তবে সোশ্যাল মিডিয়াতেই এর প্রত্যুত্তর দিয়েছেন তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘ইনি নাকি বিচারপতি ছিলেন! ভাবা যায়? তমলুকবাসী আশা করি সাপ-খোপ ঘরে ঢোকাবেন না…। যদিও আমিও কার্বলিক অ্যাসিড আর সাপুড়ে নিয়ে তমলুকে এসেছি…।’ এভাবেই সাপ-বিতর্কে এই মুহূর্তে সরগরম তমলুকের রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ছড়াতে শুরু করেছে নানা মিম। অনেকেই সাপুড়ের সঙ্গে তুলনা করছেন দেবাংশু ভট্টাচার্যকে। সাপ ও সাপুড়ের এই বিতর্কের জল কতদূর গড়ায় এবং ভোটযুদ্ধে কে জিতবে, সাপ না সাপুড়ে এই প্রশ্নের উত্তর যদিও মিলবে ৪ জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন, তবে রাজনৈতিক মহলের মতে, প্রচারে-ভারে এবং উন্নয়নের নিরিখে দৌড়ে অনেক এগিয়ে তৃণমূল। দলের কর্মী-সমর্থকেরা নিশ্চিত, জিতবে তৃণমূলই।

Latest article