সংবাদদাতা, মেদিনীপুর : লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই তৃণমূল প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অন্য দল প্রচারে নামতে না পারলেও তৃণমূলের প্রার্থী জুন মালিয়া পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন। মঙ্গলবার সকালে বাংলার অধিকার যাত্রার সূচনা করে দাঁতন ২ ব্লকের সাউরি চণ্ডীমন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে দলীয় প্রচারে নেমে পড়েন তিনি।
আরও পড়ুন-বিদ্রোহের চাপে বিধ্বস্ত গেরুয়া শিবির, পদত্যাগ ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রীর
কয়েকদিন আগেই জেলা সফরে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মেদিনীপুরের ৬.১০ লক্ষেরও বেশি শ্রমিক রাজ্যর মাধ্যমে ২৮২ কোটি টাকার বেশি বকেয়া মজুরি পেয়েছেন। এছাড়াও ১১.৯৯ লক্ষের বেশি লক্ষ্মীর ভাণ্ডার, ১৮.২১ লক্ষের বেশি কন্যাশ্রী, ৪৭ লক্ষের বেশি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? দাঁতনের সভা থেকে জুন বলেন, ‘মেদিনীপুরের সাংসদের দায়িত্বের মধ্যে পড়ে তাঁর লোকসভা কেন্দ্রের মানুষ ১০০ দিনের টাকা ও আবাস যোজনার টাকা পাচ্ছেন কিনা সেটা দেখার। কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্বই দেননি। উনি তো দিল্লি গিয়ে নিজের কেন্দ্রের সাধারণ মানুষের বঞ্চনার কথা তুলে ধরতে পারতেন। আমি দিল্লিতে আপনাদের বঞ্চনার কথা তুলে ধরব। তাই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন তা পূরণে আপ্রাণ চেষ্টা করব।’
আরও পড়ুন-গতবারের থেকেও বেশি ব্যবধানে জিতব : মহুয়া
মঙ্গলবারের প্রচারে জুনের সঙ্গে ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। জুনকে দেখে কার্যত সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ। জনসংযোগের জন্য তিনি একটি চায়ের দোকান বেছে নিয়ে যেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের বোঝার চেষ্টা করেন। কাশমুলী কলেজের কাছে জুনের কনভয় পৌঁছলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাঁকে ঘিরে স্লোগান দেন, ‘কাশমুলী কলেজ বলছে জুন মালিয়া জিতছে।’ মোহনপুর ব্লকে দলীয় কর্মিসভায় জুন মালিয়ার সঙ্গে ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান দীনেন রায়, জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। মঙ্গলবার দাঁতন বিধানসভা কেন্দ্রে পদযাত্রার মধ্য দিয়ে জেলায় প্রথম প্রচার শুরু করেন জুন মালিয়া। খাকুড়দা ও সাউরিতে অঞ্চলে করেন পদযাত্রা।