গতবারের থেকেও বেশি ব্যবধানে জিতব : মহুয়া

মঙ্গলবার কৃষ্ণনগর পুরসভার হলে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এসে বললেন দলের উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র।

Must read

সংবাদদাতা, নদিয়া : বিজেপি হল বসন্তের কোকিলের মতো। ভোট এলে আসে, আবার চলে যায়। মঙ্গলবার কৃষ্ণনগর পুরসভার হলে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এসে বললেন দলের উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র। এদিন কৃষ্ণনগরে পুর এলাকার ২৫টি ওয়ার্ডের ১৪৬টি বুথের সভাপতি ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে আলোচনা হয়। সেই অভ্যন্তরীণ মিটিংয়ে ঠিক হয়, কীভাবে মানুষের কাছে পৌঁছনো হবে।

আরও পড়ুন-নানান কর্মকাণ্ডে প্রচারে ঝড় তুললেন নির্মল

সেক্ষেত্রে পুরসভা কী উন্নয়ন করেছে, মহুয়া মৈত্র কী উন্নয়ন করেছেন, মুখ্যমন্ত্রী কী উন্নয়ন করেছেন, সেগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছনোর জন্য নেত্রী বার্তা দেন বলে জানা গিয়েছে। মিটিং শেষে বিকেলে বিজেপির প্রার্থী করতে না পারা নিয়ে তিনি বলেন, গতবারের থেকে বেশি মার্জিনে এবার আমি জিতব। আমাকে একজন হোয়াটস অ্যাপে পাঠিয়েছে একটা পদ্মফুলের ছবি। দেওয়ালে লেখা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এই অবস্থা হয়েছে আজকে। মহুয়া আরও বলেন, কাজের ভিত্তিতে, বাড়ি বাড়ি গিয়ে বা লোককে উন্নয়ন দেখিয়ে ওরা কোনও দিন ভোট করেনি। আমরা তো সেভাবেই ভোট করি। সেজন্য আমরা মাঠে-ময়দানে আছি। আমরা থাকব। ওরা আসে বসন্তের কোকিলের মতো, আবার চলে যায়। এক প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, যেদিন অন্যায়ভাবে ওরা আমাকে বহিষ্কার করেছিল, সেদিনই আমি বলেছিলাম, আমি ব্যাক করব। কৃষ্ণনগরের মানুষকে আমি চিনি। আবারও বলছি। গতবারের থেকে বেশি ব্যবধানে জিতব।

Latest article