প্রতিবেদন : বৈপ্লবিক সিদ্ধান্ত রাজ্যের। এ-রাজ্যে ভোটে মোতায়েন হওয়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এবার রাজ্য সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। একই সুযোগ পাবেন ভিন রাজ্য থেকে ভোটে শান্তিশৃঙ্খলা রক্ষায় আসা অন্যান্য রাজ্যের পুলিশ কর্মীরাও। এবারের লোকসভা ভোটে রাজ্যে রেকর্ড সংখ্যক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-গদ্দাররা বারবার কলুষিত করেছে বারাকপুরের মাটিকে, তোপ পার্থর
রাজনৈতিক ভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এই বিপুল সংখ্যক বাহিনীর থাকা, খাওয়া, যাতায়াত সহ যাবতীয় খরচ বহন করতে হবে রাজ্য সরকারকেই। তা সত্ত্বেও এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিনামূল্যে চিকিৎসার সুযোগও যুক্ত করল রাজ্য। মানবিক কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। জওয়ানরা যাতে এই সুযোগ পান তা নিশ্চিত করতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর নির্দেশিকা জারি করেছে। সমস্ত জেলার পুলিশ সুপার ও কমিশনারদের উদ্দেশ্যে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের ডিউটিতে এসে কোনও জওয়ান অসুস্থ হয়ে পড়লে বা আহত হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে তাদের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। এর পাশাপশি রাজ্য সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্পের অধীনে থাকা বেসরকারি হাসপাতালে ওই জওয়ানরা ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। তাঁদের চিকিৎসা সংক্রান্ত এই খরচ রাজ্য সরকারই বহন করবে।