আরও দুটি বিলে অনুমোদন

হাওড়া পুরসভা সংক্রান্ত বিলটি এদিনই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। রাজ্যপালের স্বাক্ষরের পর বিলগুলি ইতিমধ্যে নবান্নে পাঠানো হয়েছে।

Must read

প্রতিবেদন : বিধানসভায় পাশ হওয়া দুটি বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল। মঙ্গলবার তিনি ওয়েস্ট বেঙ্গল ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট (সংশোধনী) বিল ও হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল দুটিকে অনুমোদন দিয়েছেন। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলটি এদিনই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। রাজ্যপালের স্বাক্ষরের পর বিলগুলি ইতিমধ্যে নবান্নে পাঠানো হয়েছে। গত ১৬ মার্চ দু’টি বিলে স্বাক্ষর করেন রাজ্যপাল। তার মধ্যে ছিল বিধায়কদের বেতন সংক্রান্ত (সংশোধন) বিল এবং পশ্চিমবঙ্গ বেতন ও ভাতা (সংশোধনী) বিল। ২০১৩ সাল থেকে বিধানসভায় পাশ হওয়া ২২টি বিল রাজভবনে আটকে রয়েছে বলে রাজ্য সরকারের দাবি।

আরও পড়ুন-রাজ্যের স্বাস্থ্যবিমার আওতায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও

পশ্চিমবঙ্গ বিধানসভা দ্বারা পাশ করা বিলগুলির নিষ্পত্তিতে নতুন কন্ট্রোল রুম চালু করেন তিনি। বিলের গুরুত্ব অনুযায়ী ওই কর্মসূচির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রী অথবা সচিবের সঙ্গে আলোচনার ভিত্তিতে জায়গায় বসে বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। সরকার ও বিধানসভার মধ্যে সমন্বয়ের জন্য রাজ্যপাল রাজভবনে ৩ সদস্যের একটি নতুন সেলও গঠন করেছেন।

Latest article