সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহলে শুরু হয়ে গিয়েছে শিকার উৎসব। উৎসবের নামে একদল মানুষের অসচেতনতায় নির্বিচারে মারা পড়ে বহু প্রাণী। তা আটকাতে সচেতনতা প্রচারের পাশাপাশি শিকারিদের আটকাতে দিনভর টহল চলল বনকর্মীদের। মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের ডালকাটির জঙ্গলে ছিল শিকার উৎসব। শিকারিদের প্রবেশ আটকাতে ভোর থেকে বিভিন্ন রাস্তায় নাকা চেকিং চালায় বন দফতর ও গুড়গুড়িপাল থানার পুলিশ। তাতে বহু শিকারিকেই ফিরে যেতে হয়েছে। তবে অনেকে নজরদারিকে ফাঁকি দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে।
আরও পড়ুন-আরও দুটি বিলে অনুমোদন
তাই জঙ্গলেও চলে পুলিশ ও বনকর্মীদের টহল। শিকারে স্থানীয় লোকজনের অংশ নেই, বড় জমায়েত হয় না। তবুও বন্য পশু-পাখি শিকার যাতে না করতে পারে, সতর্ক ছিল বন দফতর। মেদিনীপুর রেঞ্জের সিজুয়ায় স্থানীয় মানুষজন, বিভিন্ন পশুপ্রেমী সংগঠন, জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা বৈঠক করল বন দফতর। ‘হিল’ নামে এক পশুপ্রেমী সংগঠন ভিডিওবার্তায় দেখাল পশুপাখি শিকার করা কেন উচিত নয়। আগামী ২০ চৈত্র মেদিনীপুর রেঞ্জের জামশোলে শিকার উৎসব। অন্য জেলা থেকেও শিকারিরা আসে। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি বলেন, প্রাথমিক স্কুল থেকে শুরু করে গ্রামবাসী ও যৌথ বন পরিচালন কমিটিগুলিকে বন্যপ্রাণ রক্ষায় সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। ভিন জেলা থেকে গাড়ি করে আসা শিকারিদের আটকাতে পুলিশ ও বনকর্মীরা নাকা পয়েন্ট করবে।