সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা : সিএএ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। এবার সেই মন্তব্যের প্রতিবাদে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur)। তাঁর দাবি, নাগরিকত্ব নিয়ে বিজেপি বর্ষীয়ান নেতা যে মন্তব্য করেছেন তাতে মতুয়া সমাজ মর্মাহত। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur)। ইতিমধ্যেই মঙ্গলবার তথাগত রায়ের বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মতুয়া সম্প্রদায়। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হয়েছে দেশজুড়ে। উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের একাংশের দাবি মেনেই এই আইন করা হয়েছে। তবে মতুয়াদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব। তা না হওয়াতে ক্ষুব্ধ মতুয়ারা। সেই আবহেই অভিযোগ দায়ের সাংসদের।
আরও পড়ুন- পাঁচ বছরের লড়াই শেষ, রাজ্যের মুকুটে নয়া পালক, জিআই ট্যাগ পেল বাংলার মসলিন