রাজ্য জুড়ে বৃষ্টি, গত ৫৪ বছরে দ্বিতীয় শীতলতম মার্চ

Must read

প্রতিবেদন : ৫৪ বছরে এই নিয়ে দ্বিতীয়বার মার্চ মাসের শীতলতম দিন ছিল বুধবার। এদিন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম। এর আগে ২০০৩ সালে ১৩ মার্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস ছিলই, সেই মতোই বুধবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় চলছে লাগাতার বৃষ্টি (West Bengal- Rain)। শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা কমেনি। বরং স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি বেশি তাপমাত্রা। এদিকে সন্ধ্যার পর বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (West Bengal- Rain) হতে পারে। ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৫০ কিমি৷ এর ফলেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী ২-৩ দিনে তাপমাত্রা কমতে পারে বলেই জানতে পারা গিয়েছে। ২৫ মার্চ পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে৷ উত্তরের জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবারের পর থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পুবালি হাওয়া ও পশ্চিমি ঝঞ্ঝার সংঘাত বৃষ্টির কারণ।

আরও পড়ুন-তথাগতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মমতাবালা

Latest article