শুরু হয়ে গেল প্রথম দফার মনোনয়ন পেশ

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচনে রাজ্যে প্রথম দফা ভোটের মনোনয়ন (Nomination) শুরু হল বুধবার। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের বুধবার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হল। সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তাঁরা যাতে নির্ভয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেন সেজন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই তিনটি আসনে আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ভােটগ্রহণ। প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ। স্ক্রুটিনি হবে ২৮ মার্চ। মনোনয়নপত্র (Nomination) প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ। শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। ওই দিন থেকেই সরকারিভাবে শুরু হয়ে গিয়েছে ভোট পর্ব। ৭ দফায় ৫৪৩ আসনে নির্বাচন হবে। ফল ঘোষণা ৪ জুন। বিজ্ঞপ্তি জারির পর থেকেই চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধিও। বাংলায় ইতিমধ্যে পুরোদমে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তৃণমূল প্রার্থীরা জনসংযোগ ও প্রচারে এর মধ্যেই টেক্কা দিচ্ছেন বিরোধীদের। বিরোধীরা এখনও হন্যে হয়ে প্রার্থী খুঁজছে। অধিকাংশ কেন্দ্রেই তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

আরও পড়ুন- রাজ্য জুড়ে বৃষ্টি, গত ৫৪ বছরে দ্বিতীয় শীতলতম মার্চ

Latest article