দেওচা পাঁচামী খনির জন্য এবার পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খনি প্রকল্পে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সরকার। দশ হাজার কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ হিসেবে থাকছে। এক লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন-বিধানসভায় অনুপস্থিতি নিয়ে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার বিধানসভায় এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে জমি অধিগ্রহণ করতে গিয়ে যা করা হয়েছিল আমরা তা করব না৷ বীরভূমের মহম্মদবাজার ব্লকে দেওয়ানগন্জ হরিনসিংহ কোল ব্লকে প্রায় ৩ হাজার ৪০০ একর জমিতে ১ হাজার মেট্টিকটন কয়লা ও প্রায় ১ হাজার ৪০০ মিলিয়ন কিউবিক মিটার ব্যাসল্ট ডিপোজিট রয়েছে।
সরকার যে জোর করে এখানে কিছু করবে না তা অনেক আগেই জানিয়ছিলেন মুখ্যমন্ত্রী। যে কারণে বহু টালবাহানার পর দেওচা পাঁচামী রাজ্যসরকারের হাতে আসার পর জমি অধিগ্রহণে কোনও তাড়াহুড়ো করেনি রাজ্যসরকার। মহম্মদআাজারের স্থানীয় মাুষের সঙ্গে দফায় দফায় কথা বলে সরকার।
এদিন তাই বিধানসভাতেও মুখ্যমন্ত্রী বলেন, সবার সঙ্গে কথা বলেই পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে যাতে এখানকার মানুষ যাদের জমি-বাড়ি অধিগৃহীত হবে তাঁরা যথাযথ ক্ষতিপূরণ পান। এরপরেও যদি কেউ কোনও গ্রহণযোগ্য উপদেশ দেন সেটাও বিবেচনা করে দেখবে সরকার।
আরও পড়ুন-পাত পেড়ে খেয়ে ভুলে গিয়েছেন অমিত শাহ, বিভীষণের মেয়ের ওষুধের দায়িত্ব নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিপুল কোল রিজার্ভ সমন্বিত এই কোল ব্লক দেশের সব থেকে কোল ব্লক গুলির অন্যতম। এখান থেকে উত্তোলিত কয়লা শুধু বীরভূম জেলা নয় গোটা রাজ্য তথা দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কয়েকটি ফেজে এই প্রকল্পটি করা হবে।
প্রথম ফেজে দেওয়ানগঞ্জ হরিনসিংহ এলাকা যেখানে কম গভীরতার কোল ডিপোজিট আছে সেটির কাজে হাত দেওয়া হবে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প থেকে কয়লা তোলার প্রকল্প শুরু করার আগে রাজ্য সরকার সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে যাতে তপশিলী জাতি, আদিবাসী সহ এলাকার সমস্ত মানুষের সবরকম স্বার্থ সুরক্ষিত থাকে।
আরও পড়ুন-দেওচা পাঁচামী খনি প্রকল্পের পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীThe Chief Minister announced the rehabilitation package of Deocha Panchami mine project€
ঃএক ঝলকে দেখে নেওয়া যাক এই প্রকল্প ও পুনর্বাসন প্যাকেজ সম্পর্কে কিছু তথ্যঃ
১. এই প্রকল্প এলাকায় ১২ টি গ্রাম রয়েছে। এই গ্রামগুলিতে ৪ হাজার ৩১৪ টি বাড়িতে প্রায় ২২ হাজার মানুষ বসবাস করেন। যার মধ্যে ৩৬০১ জন এসসি এবং ৯০৩৪ জন এসটি।
—— ত্রান ও পুনর্বাসন প্যাকেজ—-
১. মোট পুনর্বাসন প্যাকেজ মূল্য ১০ হাজার কোটি টাকা।
২. প্রকল্প এলাকায় যাদের জমি বাড়ি রয়েছে তা্ঁরা বিঘা প্রতি ১০ থেকে ১৩ লক্ষ টাকা পাবেন। এছাড়াও আরও অন্যান্য খাতে পাবেন সাড়ে ৫ লক্ষ টাকা সঙ্গে আরআর কলোণীতে ৬০০ বর্গফুটের একটি বাড়ি পাবেন।
৩. যে সব পরিবার বাড়ি বা জমি হারাবেন অথবা বর্গাদাররা পরিবারপিছু একজন জুনিয়র পুলিশ কনস্টেবল র্যাঙ্কে চাকরি পাবেন। এদের সংখ্যা হল ৪৯৪২
৪. প্রায় ৩ হাজার জন ক্রাশার লেবার এক বছরের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন এককালীন।
৫. প্রকল্প এলাকায় কর্মরত প্রায় ১৬০ জন কৃষি শ্রমিক এককালীন ৫০ হাজার টাকা করে পাবেন। এর সঙ্গে ৫০০ দিনের জন্য ১০০ দিনের কাজ পাবেন।
৬. ২৮৫ জন ক্রাশার মালিক তাদের জমি এবং বিল্ডিং এর দাম এবং ৫০ হাজার টাকা শিফটিং এলাওয়েন্স পাবেন। এছাড়াও ৬ মাস ধরে প্রতিদিন ১০ ট্রাক ব্যাসল্ট বিনামূল্যে পাবেন এবং কাছেই চাঁদা মৌজায় যে ব্যাসল্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে সেখানে পুনর্বাসন পাবেন।