বিধানসভায় অনুপস্থিতি নিয়ে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী

শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে নবনির্বাচিত ৪ বিধায়ক শপথ গ্রহণ করেন।

Must read

বিধানসভায় বিরোধীদের অনুপস্থিতি নিয়ে এবার নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে নবনির্বাচিত ৪ বিধায়ক শপথ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিজেপির বিধায়করা। এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির নাম না নিয়েই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনেই করেন না। যখন ইচ্ছা হয়, তখন আসেন, যখন ইচ্ছা হয় না তখন আসেন না। এতে আমার মর্মবেদনা হয়, তবে খারাপ লাগে না।’’

আরও পড়ুন-পাত পেড়ে খেয়ে ভুলে গিয়েছেন অমিত শাহ, বিভীষণের মেয়ের ওষুধের দায়িত্ব নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

এর পরই নতুন বিধায়কদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, যাঁরা মানুষের ভোটে জিতে এসেছেন, তাঁদের অভিনন্দন জানানোটাই রীতি। তবে বিরোধীরা সেই শিষ্টাচারও পালন করেনি বলে ভর্ৎসনা করেন মমতা।

আরও পড়ুন-পাত পেড়ে খেয়ে ভুলে গিয়েছেন অমিত শাহ, বিভীষণের মেয়ের ওষুধের দায়িত্ব নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

একই সঙ্গে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের জন্য কাজ করতেই এখানে এসেছেন, সেটা মনে রাখবেন। আমরা আমাদের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি। মানুষের আশীর্বাদ অহঙ্কার করার জায়গা নয়।’’

আরও পড়ুন-কেন্দ্র মিথ্যা বলছে

রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান দেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেন তিনি। ভাষণের একেবারে শেষে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘বিরোধীদের বলব শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং শুভ অহঙ্কার।’’

Latest article