প্রতিবেদন : লোকসভা নির্বাচনের মুখে এবার বিজেপির বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের নির্বাচনে জেতার জন্য তাঁর দাদা রাজ ঠাকরেকে চুরি করেছে বিজেপি। মঙ্গলবারই সামনে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। আর তাতে বেজায় ক্ষুব্ধ রাজের ছোট ভাই তথা বালাসাহেব-পুত্র উদ্ধব। শিবসেনা নেতার অভিযোগ, তাঁদের পরিবারকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির তাগিদে একেবারে ভেঙে তছনছ করে দিচ্ছে গেরুয়া শিবির। পাশাপাশি অমিত শাহের সঙ্গে রাজ ঠাকরের সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধবের অভিযোগ, প্রথমে বিজেপি বালাসাহেব ঠাকরের ছবি চুরি করল। তাতে কোনও লাভ না হওয়ায় লোকসভা নির্বাচনের আগে আরেক ঠাকরেকে চুরি করার খেলায় মেতেছে কেন্দ্রের মোদি সরকার। এরপরই উদ্ধবের (Uddhav Thackeray) হুঁশিয়ারি, আরেক ঠাকরেকে নিয়ে গেলেও লাভ কিছুই হবে না বিজেপির। কারণ আমি এবং আমার সমর্থকরাই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে যথেষ্ট। সরাসরি মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে উদ্ধবের দাবি, আর যাই হোক প্রধানমন্ত্রী মোদির নামে মহারাষ্ট্রে কোনওমতেই জিততে পারবে না বিজেপি। মহারাষ্ট্রের মানুষ শুধুমাত্র ঠাকরের নামেই ভোট দেন। সেটা বুঝেই চুরির কাজ শুরু করেছে বিজেপি। প্রসঙ্গত, শিবসেনা থেকে আলাদা হয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছিলেন রাজ ঠাকরে। এবার শাহী সাক্ষাতের পর জল্পনা, রাজকে সামনে রেখে মহারাষ্ট্রে ‘অপারেশন লোটাস’-এর পরিকল্পনা করছে গেরুয়া শিবির। যদিও তাতে বিজেপির উদ্দেশ্যপূরণ হবে না বলে সাফ জানিয়েছেন উদ্ধব।
আরও পড়ুন- অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে না ইডি: সুপ্রিম কোর্ট