জননেত্রীর ভাবনার প্রতিফলন ডিএমকের ইস্তাহারে

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজকল্যাণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যে পথ দেখাচ্ছে গোটা দেশকে, উদ্বুদ্ধ করছে অন্যান্য রাজ্যকেও, তা প্রমাণিত হল তামিলনাড়ুতেও (Tamil Nadu)। লোকসভা নির্বাচনের মুখে ডিএমকের ইস্তাহারে মহিলাদের জন্য মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাকে রোলমডেল করে এবারে তামিলনাড়ুর (Tamil Nadu) অর্থনীতিকেও বিশেষ গতি দিতে উদ্যোগী হলেন স্টালিন। শুধু তাই নয়, সিএএ নিয়েও নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রীর এম কে স্টালিনের ডিএমকে। জানিয়ে দেওয়া হয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাতিল করা হবে নাগরিকত্ব সংশোধনী আইন। তবে সওয়াল করা হয়েছে শ্রীলঙ্কার তামিলদের নাগরিকত্বের পক্ষে। বুধবারই দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পৌরোহিত্যে প্রকাশ করা হয় ডিএমকে-র নির্বাচনী ইস্তাহার। ছিলেন বোন কানিমোঝিও। ইস্তাহারে এমন কিছু নিয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা বিজেপি-জোটকে ধরাশায়ী করার পক্ষে যথেষ্ট। এর মধ্যে তাৎপর্যপূর্ণ হল, তামিলনাড়ুর পড়ুয়াদের নিট প্রবেশিকা পরীক্ষায় জন্য ছাড়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কৃষক এবং ছাত্রদের ঋণ মকুবের কথাও বলা হয়েছে। এক দেশ-এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি এবং নতুন জাতীয় শিক্ষানীতি বাতিলের পক্ষেও যুক্তি দেখানো হয়েছে ইস্তাহারে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পুদুচারিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার।

আরও পড়ুন-বিজেপিকে ‘চোর’ কটাক্ষ উদ্ধবের

লক্ষণীয়, দক্ষিণের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতে ডিএমকে ২১টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কেএমডিকে পার্টি একটি আসনে ডিএমকে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং অবশিষ্ট ১৭টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইন্ডিয়া জোট সঙ্গীরা। এর মধ্যে কংগ্রেস ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যান্য দল, যেমন বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসি), সিপিআই,সিপিআইএম,
প্রতিটি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এবং এমডিএমকে প্রত্যেকে একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী জোটের নেতারা।

Latest article