গার্ডেনরিচকাণ্ডের (Gardenreach) রক্তের দাগ এখনও ফিকে হয় নি। সেখানে এখনও উদ্ধারকাজ চলছে। এরইমধ্যে ফের দুর্ঘটনা। রাজধানী দিল্লিতে (Delhi) ভেঙে পড়ল একটি বহুতল। দোতলা বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুইজনের। গুরুতর আহত আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা যদিও বাড়ার সম্ভাবনা রয়েছে। দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মধ্য রাতে হঠাৎই ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। বাড়ির নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। পুলিশে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। সূত্রের খবর, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
দোতলা বাড়িটির নীচের তলায় জিন্স তৈরির কারখানা ছিল। শ্রমিকরা ওই কারখানাতে কাজ করতেন। রাতে কাজ শেষ করে কারখানাতে ঘুমোচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎ বাড়িটি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরশাদ (৩০) ও তৌহিদ (২০) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বাড়ির নীচ থেকে উদ্ধার করে তাদের জিটিবি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দিল্লি পুলিশের উত্তর-পূর্ব শাখার ডিসিপি জয় টিরকে এই মর্মে জানিয়েছেন, রাত ২টো ১৬ মিনিট নাগাদ কবীর নগরে একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ার খবর তাদের কাছে পৌঁছয়। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। কীভাবে হঠাৎ ওই বাড়ি ভেঙে পড়ল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাড়ি মালিকের বিরুদ্ধে তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই বাড়ি মালিককে চিহ্নিত করে তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।