৯ বছর জেল খাটতে হবে তারকা ফুটবলার রবিনহোকে

২০১৩ সালে মিলানের একটি ক্লাবে আলবেনিয়ান এক যুবতীকে রবিনহোসহ ছয়জন ধর্ষণ করে বলে অভিযোগ প্রকাশ্যে আসে। তিনি সেই সময়ে এসি মিলানের হয়ে খেলছিলেন।

Must read

জন্মদিন সেলিব্রেশনের সময় ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আসে প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার (Brazilian striker) রবিনহোর (Robinho) বিরুদ্ধে। এই অপরাধের ফলে ইতালির আদালত ৯ বছরের কারাদণ্ড দিয়েছিল। এই সাজা তিনি ব্রাজিলে খাটবেন কিনা, সেই নিয়ে এবার দেশটির আদালত রায় দিল। ২০১৩ সালে মিলানের একটি ক্লাবে আলবেনিয়ান এক যুবতীকে রবিনহোসহ ছয়জন ধর্ষণ করে বলে অভিযোগ প্রকাশ্যে আসে। তিনি সেই সময়ে এসি মিলানের হয়ে খেলছিলেন।

আরও পড়ুন-ভোররাতে ভূমিকম্প অরুণাচল প্রদেশে সহ বেশ কিছু রাজ্যে

ব্রাজিলের বিচারকরা বুধবার এই মর্মে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস রায় দিয়েছেন যে রিয়াল মাদ্রিদের প্রাক্তন স্ট্রাইকার রবিনহোকে ব্রাজিলে নয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। অ-সাংবিধানিক বিষয়গুলির জন্য দেশের শীর্ষ আদালত জানায় তাঁকে ব্রাজিলে তার সাজা ভোগ করতে হবে। ইতালির আদালত ২০১৭ সালে রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দেয়। ২০২২ সালে ব্রাজিল সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছিল ইতালি। যদিও ফুটবলার জানিয়েছিলেন, ‘আশা করি ব্রাজিলে আমি সে ভাবে কথা বলতে পারব, যেটা সেখানে (ইতালি) বলতে পারিনি।’

আরও পড়ুন-রাজধানীতে মাঝরাতে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ২

প্রসঙ্গত, রবিনহো ধর্ষণের অভিযোগে শাস্তি পেলেও স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছিলেন। ২০১৩ সালে মিলানের নাইটক্লাবে আলবেনিয় এক মহিলাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। যে ৬জনের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার মধ্যে অন্যতম ছিলেন রবিনহো। ইতালির সর্বোচ্চ আদালত তার ৯ বছরের শাস্তির সাজা বহাল রাখে। ইতালিয়ান প্রসিকিউটররা তা বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিনহোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটাই প্রথম না। ইংল্যান্ডে ২০০৯ সালে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে তাঁকে আটক করা হয়। তদন্তের পর মুক্তি পেয়েছিলেন তিনি। এবারও তিনি দাবি করেন মহিলার সঙ্গে যা ঘটেছে সেটা সম্মতিমূলক।

 

Latest article