প্রতিবেদন : লোকসভা নির্বাচনের জেরে ডাক্তারির স্নাতকোত্তর এমডি-এমএস কোর্সে ভর্তির প্রবেশিকা নিট-পিজি (NEET-PG) পরীক্ষার সূচিতে বদল করা হল। ৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরীক্ষার সূচিতে বদল করা হয়েছে। নিট-পিজি পরীক্ষার পরিবর্তিত দিন ২৩ জুন। এনএমসি-র পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড, মেডিক্যাল কাউন্সেলিং কমিটি, ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সায়েন্সেস এবং ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন মেডিক্যাল সায়েন্স, বুধবার একটি বৈঠকের পর যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। মাত্র তিন মাস আগে পরীক্ষার দিনক্ষণ দু’সপ্তাহ এগিয়ে আসায় স্বাভাবিক ভাবেই অবাক পরীক্ষার্থীরা।
আরও পড়ুন-আলফানিউমেরিক তথ্য পেশ স্টেট ব্যাঙ্কের
তবে ভোটে হলেও এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য অনুষ্ঠেয় নিট-ইউজি পরীক্ষার সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। পূর্ব নির্ধারিত সূচি মেনে আগামী ৫ মে অনুষ্ঠিত হবে নিট-ইউজি পরীক্ষা। বুধবার সেই পরীক্ষার আবেদনপত্র সংশোধনের সময়সীমা শেষ হয়েছে। আগামী ১৪ জুন পরীক্ষার ফল প্রকাশ হবে। এবারের নিট-ইউজি পরীক্ষায় ২৩.৮১ লক্ষ পড়ুয়া আবেদন করেছেন। যার মধ্যে ১০ লক্ষের কিছু বেশি ছাত্র ও ১৩ লক্ষের কিছু বেশি ছাত্রী পরীক্ষায় বসবেন। নিট-পিজি পরীক্ষায় কত জন আবেদন করেছেন, তা জানা যাবে পরে। এন এম সি সূত্রে খবর, নিট-পিজি পরীক্ষার রেজ়াল্ট বেরোবে আগামী ১৫ জুলাই। কাউন্সেলিং শুরু হবে ৫ অগস্ট থেকে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এমডি-এমএস ক্লাস। কোর্সে যোগদানের সময়সীমা ২১ অক্টোবর