আলফানিউমেরিক তথ্য পেশ স্টেট ব্যাঙ্কের

এদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শীর্ষ আদালতে এটাও স্পষ্ট করে জানিয়েছে, বন্ড সংক্রান্ত কোনও তথ্য বা নথিই তারা গোপন করেনি।

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টে ভর্ৎসিত এবং সমালোচিত হওয়ার পরে বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্বাচন নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য এবং বিবরণ জমা দিল নির্বাচন কমিশনে। এ বিষয়ে সুপ্রিম কোর্টে হলফনামাও দিয়েছে স্টেট ব্যাঙ্ক। হলফনামায় স্পষ্ট জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আলফানিউমেরিক নম্বর জমা দেওয়া হয়েছে কমিশনে। লক্ষণীয়, যেহেতু বন্ডগুলির ক্রমিক নম্বর রয়েছে নতুন করে পেশ করা তথ্যে, ফলে খুব সহজেই এবারে জানা যাবে রাজনৈতিক দলগুলোর জন্য কত অঙ্কের অনুদান বা চাঁদা কোথা থেকে এসেছে। বন্ডের মাধ্যমে টাকা দিয়েছে কারা।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে ধাক্কা মোদির, স্থগিতাদেশ এফসিইউ বিজ্ঞপ্তিতে

এদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শীর্ষ আদালতে এটাও স্পষ্ট করে জানিয়েছে, বন্ড সংক্রান্ত কোনও তথ্য বা নথিই তারা গোপন করেনি। সবকিছুই পেশ করা হয়েছে আদালতে। ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রের নির্বাচনী বন্ডকে অবৈধ এবং অসাংবিধানিক বলে ঘোষণা করে তা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ১৩ মার্চের মধ্যে বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় ৫ বিচারপতির বেঞ্চ। বিস্তারিত তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য স্টেট ব্যাঙ্ক আদালতে আর্জি জানালে তা খারিজ করে দেয় বেঞ্চ এবং তীব্র ভর্ৎসনা করে কর্তৃপক্ষকে। কিন্তু ওই দিনেও ব্যাঙ্কের জমা দেওয়া তথ্যে ছিল না আলফানিউমেরিক নম্বর। ফলে তা ছিল অসম্পূর্ণ। ২১ মার্চ শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত।

Latest article