সুপ্রিম কোর্টে ধাক্কা মোদির, স্থগিতাদেশ এফসিইউ বিজ্ঞপ্তিতে

২০২৩ এপ্রিলে কার্যকর হওয়া সংশোধিত আইটি আইন অনুযায়ী এই ফ্যাক্ট চেকিং ইউনিটকে একটি বিধিবদ্ধ সংস্থার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র।

Must read

প্রতিবেদন : ভেস্তে গেল সামাজিক মাধ্যমে বাক-স্বাধীনতা হরণ করার চক্রান্ত। উচ্চ আদালতের রায় খারিজ করে দিল শীর্ষ আদালত। মোদি সরকারের ফ্যাক্ট চেকিং ইউনিটের বিজ্ঞপ্তি এবং যাবতীয় কাজকর্মে বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ২০২৩ এপ্রিলে কার্যকর হওয়া সংশোধিত আইটি আইন অনুযায়ী এই ফ্যাক্ট চেকিং ইউনিটকে একটি বিধিবদ্ধ সংস্থার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-গেরুয়া মধ্যপ্রদেশে মধ্যযুগীয় বর্বরতা মূত্রপান করানো হল যুবককে

সরকার এবং সরকারি সংস্থাগুলি সম্পর্কে সামাজিক মাধ্যমে কোনও অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে কি না তা নজরদারি করার ক্ষমতা দেওয়া হয় এই ইউনিটকে। ২০ মার্চ এক বিজ্ঞপ্তিতে এই ইউনিট প্রতিষ্ঠার কথা ঘোষণা করে কেন্দ্র। কৌতুকাভিনেতা কুণাল কামরা বম্বে হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা দায়ের করলে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। এরপরে মামলা গড়ায় শীর্ষ আদালতে। এর বিরুদ্ধে আবেদন জানায় এডিটর্স গিল্ডও। বিরোধী দলগুলিও কেন্দ্রের এই ইউনিট গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। অপব্যবহারের আশঙ্কাও প্রকাশ করে। তাঁদের প্রশ্ন, সরকারের বিরোধিতা করা কি দেশের বিরোধিতা? বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্থগিতাদেশ দেয় কেন্দ্রের বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, বম্বে হাইকোর্টের তৃতীয় বিচারপতি যতক্ষণ না ফ্যাক্ট চেকিং ইউনিটের বৈধতা নিয়ে রায় দিচ্ছেন ততক্ষণ এই স্থগিতাদেশ বহাল থাকবে।

Latest article