প্রতিবেদন : আজ, শুক্রবার পূর্ব বর্ধমানে জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পর্যায়ে এটি তাঁর পঞ্চম সভা হতে চলেছে। পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেডিয়াম থেকে আজ ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগবেন অভিষেক (Abhishek Banerjee)। গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় জনগর্জন সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উত্তর থেকে দক্ষিণ, সর্বোচ্চ জনসমুদ্রে পরিণত হচ্ছে তাঁর সভা। বিজেপিকে সাতদিন আগে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শ্বেতপত্র প্রকাশের। এখনও পর্যন্ত তা প্রকাশ করা হিম্মত হয়নি তাদের। এ নিয়ে প্রতিটি সভায় তীব্র কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অভিষেক। এদিনও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন সকলে।
সভাকে ঘিরে দুই বর্ধমানে সাজ সাজ রব, গত কয়েকদিন। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সভা কাটোয়া স্টেডিয়ামে। যার লোকধারণ ক্ষমতা প্রায় ৬০ হাজার। কেবলমাত্র কাটোয়া সংলগ্ন মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া ১ ও ২, পূর্বস্থলী ১ ও ২ ও মন্তেশ্বর থেকেই লক্ষাধিক মানুষের সমাগম হবে। জেলার প্রতিটি বিধানসভা এলাকাপিছু ৫০-৬০টি করে বাস বরাদ্দ হয়েছে। যাঁরা আসবেন, তাঁরা সবাই সভাস্থলে ঢুকতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। রমজান চলছে। স্বাভাবিকভাবেই মুসলিম কর্মী-সমর্থকেদের আসায় কিছু সমস্যা দেখা দিতে পারে। দুপুর ২টোয় সভা হলেও যাঁরা আগে পৌঁছতে পারবেন তাঁরাই ভেতরে ঢোকার সুযোগ পাবেন। উপচে-পড়া ভিড়ের কারণে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হতে পারে, তাই আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, জেলার সব আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। প্রার্থীরা জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন। জেতার নিয়ে নয়, আমরা মার্জিন বৃদ্ধি নিয়ে ভাবছি। সেখানে অভিষেক বন্দোপাধ্যায়ের এই সভা বাড়তি অক্সিজেন জোগাবে। মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, পাড়ায় পাড়ায় বৈঠকে যা সাড়া মিলেছে, লক্ষাধিক মানুষের সমাগম নিয়ে আমরা নিশ্চিত।