দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে উদ্ধার ৫০ লাখ

ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে জিআরপি তল্লাশি চালায়। হঠাৎ সন্দেহভাজন ৬ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Must read

কিছুদিন আগেই আসানসোল (Asansol) স্টেশনে এক যাত্রীর ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকা। এদিন কোলাঘাটে পুলিশের নাকা চেকিংয়ে একটি প্রাইভেট গাড়ি থেকে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। এবার নজরে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা সহ গ্রেফতার রাজধানী এক্সপ্রেসের ছয়জন যাত্রী। ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন-স্টার্ক বনাম কামিন্সের অপেক্ষায় ইডেন

ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে জিআরপি তল্লাশি চালায়। হঠাৎ সন্দেহভাজন ৬ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তল্লাশি করার পর তাঁর কাছ থেকেই বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়। এত টাকা নিয়ে তাঁরা ট্রেনে করে কোথায় যাচ্ছিল সেটা এখনও পরিষ্কার নয়। এই নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। এদের মধ্যে দু’জন পাঁশকুড়ার বাসিন্দা ও চারজন লখনৌয়ের বাসিন্দা রয়েছেন। তাঁরা সকলে কলকাতায় আসছিলেন। এই টাকার কোনও বৈধ কাগজ তাঁরা দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদেও তাঁদের কথায় অসঙ্গতি পাওয়া গিয়েছে বলেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম বিশ্বনাথ জানা (৩৮ ), সৌমেন জানা(২৯),সৈয়দ আসিফ (৫৩), জিসান খান মিরাজ (৩৪),মুদিত রাষ্ট্রগী (৪২ ), মোহম্মদ দানের (২৯)।

Latest article