স্টার্ক বনাম কামিন্সের অপেক্ষায় ইডেন

ভেঙ্কটেশ আইয়ার নেট থেকে বেরিয়ে ধাতস্থ হতে পারলেন না, ডাক পড়ল গোতি স্যারের ক্লাসে। গোতি মানে গৌতম গম্ভীর।

Must read

প্রতিবেদন : ভেঙ্কটেশ আইয়ার নেট থেকে বেরিয়ে ধাতস্থ হতে পারলেন না, ডাক পড়ল গোতি স্যারের ক্লাসে। গোতি মানে গৌতম গম্ভীর। কেকেআরের মেন্টর। বকলমে সব। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যখন বোলিং মার্কের খুব কাছে, তখন গম্ভীর একদম নেটের পাশে। তাঁর নজর এড়াচ্ছে না কিছুই। যেমন নেট থেকে বোরোতেই ডেকে নিলেন ভেঙ্কটেশকে।
বেচারা এইমাত্র মিচেল স্টার্কের গোলাগুলি সামলে এসেছেন। পঁচিশ কোটির বাঁহাতি ফাস্ট বোলার। যখন দৌড় শুরু করেন, দৃশ্যটা দেখার মতো। বাঁ হাতে বল। চোখ একদম উইকেটের দিকে। কয়েকটা বল এমন গেল যে ব্যাটারদের নাকের পাশ দিয়ে হুঁশ করে বেরিয়ে গেল। ভেঙ্কটেশেরও তাই হয়েছে। গম্ভীর সম্ভবত বোঝালেন আগেই স্ট্রোক-এ কমিটেড হয়ে যেও না। রকেট পেসে অভ্যস্ত হয়ে নাও।

আরও পড়ুন-পণ্য চলাচল মসৃণ করতে চালু অগ্রিম বুকিং পোর্টাল, নজরে উত্তর-পূর্ব ভারত

বৃষ্টির আশঙ্কায় উইকেট ও বোলিং মার্ক ঢাকা ছিল সাদা প্লাস্টিকে। তবে বিকেলে আর বৃষ্টি হয়নি। এই প্লাস্টিকের চাদরের দু’পাশে প্র্যাকটিস করল কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদ। অনেকেই স্টার্ককে দেখে তাঁর নতুন বলের দোসর প্যাট কামিন্সকে খুঁজলেন। তিনি এবার সানরাইজার্সের অধিনায়ক। কিন্তু কামিন্স ছিলেন চেন্নাইয়ে ক্যাপ্টেনদের অনুষ্ঠানে। ছিলেন না কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারও।
কেকেআর শিবিরের খবর, শনিবার নাইটদের প্রথম ম্যাচে থাকবেন শাহরুখ খান, জুহি চাওলা। এবার অবশ্য নাইটদের চেহারা বদলে গিয়েছে গম্ভীরকে পেয়ে। গায়ে কেকেআরের সোনালি-বেগুনি জার্সি, বেগুনি শর্টস। খেলা ছেড়ে দিলেও হাঁটা-চলায় সেই দাদাগিরি। পুরো নেট একাই পরিচালনা করলেন। পণ্ডিতও বোধহয় কিং খানের সঙ্গে সুর মিলিয়ে বলে দিয়েছেন, এটা তোমার দল। তুমি ভাঙো বা গড়ো।

আরও পড়ুন-বাড়ল বেতন, খুশি আয়ুশ চিকিৎসকরা

নাইটদের প্র্যাকটিসে আরেকজনকে দেখেও বেশ চনমনে লাগল। আন্দ্রে রাসেল। দুনিয়া জুড়ে টি-২০ লিগ খেলে বেড়ান। বেশ ফিট লাগল জামাইকান অলরাউন্ডারকে। তবে বল করলেন অল্প দৌড়ে। বোধহয় ম্যাচের আগে এনার্জি সঞ্চয় করে রাখলেন। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরকে দেখা গল মাঠে নেমে রাসেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলে গেলেন। বোধহয় বললেন, সাবধানে ভাই। চোট লাগে না যেন।
শহরে আইপিএল। কলকাতা তাতে জাগেনি। গোটা পঞ্চাশেক লোক। ক্লাব হাউসের বাইরে সামান্য ভিড়। তারকা দর্শনের উন্মাদনা নেই। রোহিত বা বিরাট ম্যাচে ছবি বদলাবে। আপাতত স্টার্ক বনাম কামিন্স নিয়েই ছিটেফোঁটা হাইপ। সিএবি অবশ্য আশায় আছে একবার মাঠে বল পড়লে ছবিটা বদলে যাবে। আর বাজিগর এসে গেলে কলকাতা ফের আমি কেকেআর।

Latest article