সংবাদদাতা, বিষ্ণুপুর : শাল-শিমুল-পলাশে বসন্তগাথা উচ্চারিত হবে বিষ্ণুপুরে। ধ্রুপদের মূর্ছনা, আদিবাসী মাদলের তালে আবিররাঙা রমণীর নৃত্যবিভঙ্গ মিলেমিশে টেরাকোটা শহর বিষ্ণুপুরের ধ্রুপদী বসন্ত উৎসব হয়ে উঠবে বর্ণময়-শিল্পময়। কাল, সোমবার দোল। সকালেই শহরের যদুভট্ট মঞ্চ থেকে পোড়ামাটির হাট পর্যন্ত একটি বর্ণময় শোভাযাত্রা বেরোবে। সকাল ৯টায় পোড়ামাটির হাট প্রাঙ্গণে ধ্রুপদী বসন্ত উৎসবের হবে সূচনা। থাকবে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান।
আরও পড়ুন-নেতা-কর্মীদের সঙ্গে দিনভর প্রচারে বেরিয়ে খেললেন আবির, দেবের রোড শোয়ে জনবিস্ফোরণ
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের উপস্থিতি ও সহযোগিতা চান বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। প্রতি বছরের মতো এবারও বসন্তের রঙে-রূপে বিষ্ণুপুর এক টুকরো শান্তিনিকেতনে পরিণত হতে চলেছে কাল দোলপূর্ণিমায়। উৎসবে অংশ নিতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের হাজার হাজার মানুষ ছুটে আসেন বিষ্ণুপুরে। জনপ্রিয় ধ্রুপদী উৎসব উপলক্ষে বিষ্ণুপুর প্রশাসন সবরকম প্রস্তুতি সেরে রেখেছে। অধীর আগ্রহে মানুষ প্রতীক্ষা করছেন আজি বসন্ত জাগ্রত দ্বারের।