চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এলেন যিশু ও রাহুলরা

গত ৯ বছরে হয়নি। এবার টুর্নামেন্টের দশম বছরে বাজিমাত করে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গল টাইগার্স।

Must read

প্রতিবেদন : গত ৯ বছরে হয়নি। এবার টুর্নামেন্টের দশম বছরে বাজিমাত করে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গল টাইগার্স। শনিবার বিকেলে ট্রফি নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি যে ক্রিকেটে ভারতসেরা হয়েছে, তারজন্য দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিষ্ণুপুরে কাল ধ্রুপদী বসন্ত উৎসবে মিলবে বাংলা

অভিনেতা যিশু সেনগুপ্ত দলের অধিনায়ক। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন সতীর্থদের। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সিসিএল ট্রফি মুখ্যমন্ত্রীকে দেখান যিশুরা। একসঙ্গে ছবিও তোলেন। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চায়ের আড্ডায় মেতে ওঠেন যিশু, রাহুল মজুমদার, সৌরভ দাসরা।

আরও পড়ুন-নেতা-কর্মীদের সঙ্গে দিনভর প্রচারে বেরিয়ে খেললেন আবির, দেবের রোড শোয়ে জনবিস্ফোরণ

যিশুর কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, কীভাবে বেঙ্গল টাইগার্স ফাইনালে ওঠে, কার সঙ্গে ফাইনাল খেলেছে দল, কে বেশি রান করেছে। মুখ্যমন্ত্রীর উৎসাহ দেখে দারুণ খুশি সিসিএল জয়ীরা। মুখ্যমন্ত্রী ট্রফি প্রদর্শনীর ব্যবস্থা করতে বলেন। পরের মরশুমে সিসিএলে বেঙ্গল টাইগার্স প্রথম ম্যাচ খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী যিশুদের কাছে জানতে চান, ইডেন গার্ডেন্সে তোমরা খেলছ কি না! ইডেনে যাতে পরের বার খেলতে পারে বেঙ্গল টাইগার্স, সে ব্যাপারটা ক্রীড়ামন্ত্রীকেও দেখার জন্য বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যিশু বলেন, ‘‘দিদির সঙ্গে আমাদের অনেক আড্ডা হয়েছে। এতদিন পর কীভাবে আমরা ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলাম, সেই গল্প করলাম দিদির সঙ্গে। উনি আমাদের অভিনন্দন জানালেন, আশীর্বাদ করলেন, চা খাওয়ালেন। দিদি আমাদের সাফল্যের স্বীকৃতি দিলেন। দিদি চাইছেন, আমরা যাতে পরের মরশুমে ইডেন গার্ডেন্সে খেলতে পারি। কথাবার্তা চলছে। দেখা যাক। ট্রফির প্রদর্শনীর ব্যবস্থা করতে বলেছেন দিদি। সেটা অরূপদা ঠিক করবেন।’’

Latest article