৩০ মার্চ মথুরাপুরের ঢোলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা

জনসাধারণের অধিকার বুঝে নিতে বিভিন্ন জেলায় জনগর্জন সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, মথুরাপুর : জনসাধারণের অধিকার বুঝে নিতে বিভিন্ন জেলায় জনগর্জন সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ মার্চ দক্ষিণ ২৪ পরগনার ঢোলাতে জনসভা রয়েছে অভিষেকের। তার আগে সভাস্থল ঘুরে দেখলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার-সহ অন্যরা। বাপি হালদারের নেতৃত্বে ঐদিন জনসভা হবে বলে জানা গিয়েছে। মথুরাপুর লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে অর্থাৎ পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, মন্দির বাজার, রায়দিঘি ও মগরাহাট পশ্চিমের মানুষদের জনসভায় প্রবেশ করতে যাতে কোনও অসুবিধে না হয় সেই কারণেই মূলত এই আঁটোসাঁটো নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখলেন তৃণমূল নেতৃত্বরা।

আরও পড়ুন-চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এলেন যিশু ও রাহুলরা

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে আগামী ৩০ মার্চ দক্ষিণ ২৪ পরগনা কুলপি বিধানসভার ঢোলাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করবেন, আর সেই জনসভাস্থল শনিবার দিন ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপির বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার, সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার, মথুরাপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক শুভাশিস চক্রবর্তী, কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা, মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার। মূলত মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে এই জনসভা হবে বলে জানা যায়। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, মন্দির বাজার, রায়দিঘি ও মগরাহাট পশ্চিমের এই সাতটি বিধানসভার মানুষ যাতে জনসভায় যোগ দিতে পারেন সেই কারণে ঢোলাতে এই স্থান বেছে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে তৃণমূল সূত্রে জানা যায়।

Latest article