৯৫ বছর বয়সে আজ মঙ্গলবার, রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramkrishna Mission)অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজির (Swami Swaranananda) জীবনাবসান হয়েছে। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত ৩ মার্চ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মেডিক্যাল বোর্ড গঠন করে মহারাজের চিকিৎসা শুরু হয়। সেদিনই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। মহারাজের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। বয়সজনিত সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৮-১৪ মিনিটে তাঁর জীবনাবসান হয়। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, নিন্দায় সরব তৃণমূল নেতৃত্ব
স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পরে ২০১৭ সালের ১৭ জুলাই তিনি মঠের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর কর্মই তাঁকে ভক্তদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কলকাতায় এসে তাঁকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। হাসপাতালে গিয়ে পায়ে হাত দিয়ে এবার প্রণামও করেছিলেন তিনি। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। বুধবার বেলুড় মঠে তাঁর শেষকৃত্য হবে। সন্ন্যাসী মহারাজের প্রয়াণে ভক্তদের অনেকে তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণা করছেন।