সিন্ধুর সামনে নতুন পরীক্ষা

মঙ্গলবার মাদ্রিদ মাস্টার্স অভিযান শুরু করছেন পিভি সিন্ধু।

0
75

মাদ্রিদ, ২৬ মার্চ : মঙ্গলবার মাদ্রিদ মাস্টার্স অভিযান শুরু করছেন পিভি সিন্ধু। দু-বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধুকে প্রথম রাউন্ডে খেলতে হবে কানাডার ওয়েন য়ু ঝাংয়ের বিরুদ্ধে। গতবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন সিন্ধু। গোটা বছরের হতাশার মধ্যে এটাই ছিল ভারতীয় শাটলারের সেরা পারফরম্যান্স। এবার সিন্ধু কী করেন, সেটাই দেখার। সিন্ধু ছাড়াও নজর থাকবে কিদাম্বি শ্রীকান্তের দিকে। সদ্য সমাপ্ত সুইস মাস্টার্সে সেমিফাইনালে উঠেছিলেন শ্রীকান্ত।

আরও পড়ুন-৯৫ বছর বয়সে প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ

সেটা ছিল দীর্ঘ ১৬ মাস পর তাঁর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের শেষ চারে ওঠা। মাদ্রিদে প্রথম রাউন্ডে শ্রীকান্তের প্রতিপক্ষ বাছাই পর্ব থেকে উঠে আসা কোনও খেলোয়াড়। এদিকে, আসন্ন প্যারিস অলিম্পিকে তিন ভারতীয় শাটলারের খেলা কার্যত নিশ্চিত। সিন্ধু, এইচ এস প্রণয় ও লক্ষ্য সেন। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, বিশ্ব ক্রমতালিকার প্রথম ১৬-তে থাকা খেলোয়াড়রা সরাসরি মূলপর্বে খেলতে পারবেন। সিন্ধুর রাঙ্কিং এই মুহূর্তে ১১। অন্যদিকে, ছেলেদের সিঙ্গলস রাঙ্কিংয়ে প্রণয় ও লক্ষ্য যথাক্রমে ৯ ও ১২ নম্বরে। এছাড়া ছেলেদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠির অলিম্পিক টিকিটও পাকা।