সংবাদদাতা, আরামবাগ : প্রচারে বেরিয়ে মানবিক মুখ আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের। মঙ্গলবার সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে তাঁর পূর্বপুরুষের বাড়িতে সম্মান জানিয়ে প্রচার শুরু করেন মিতালিদেবী। প্রচার সারতে গিয়েই তার চোখে পড়ে খানাকুলে এক কৃষক ভারী আলুর বস্তা তুলতে পারছিলেন না। সেই সময় মিতালিদেবী ওই কৃষককে ভারী আলুর বস্তা তুলতে সাহায্য করলেন। যে রাজনীতিকরা গ্রাম্য জীবন সম্পর্কে অবহিত নন এবং গ্রাম্যজীবনকে অবহেলা করেন, মিতালি বাগ তাঁদের মতো নন। তিনি গ্রামের কৃষকদের সমস্যা সম্পর্কে যত্নশীল এবং তিনি জানেন কীভাবে তার মোকাবিলা করতে হয়।
আরও পড়ুন-কেজরি ইস্যুতে সরব আমেরিকা, স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি
রাজা রামমোহন রায়ের আদর্শে দীক্ষিত মিতালি বাগ অবদমিত মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। সেইসঙ্গে, সমাজে সকলপ্রকার অসাম্য দূর করতে সমাজ সংস্কারেরও ব্রত নিয়েছেন তিনি। এদিন খানাকুলের বাসিন্দারা তাঁকে সাদর অভ্যর্থনা জানান।