কেজরি ইস্যুতে সরব আমেরিকা, স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি

গ্রেফতার হওয়া আপ নেতা যাতে স্বচ্ছ ও সময়োপযোগী আইনি প্রক্রিয়ার সুযোগ পান তা নিশ্চিত করতে আবেদন জানিয়েছে মার্কিন প্রশাসন

Must read

প্রতিবেদন : জার্মানির পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের খবরে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর জন্য ন্যায্য ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার দাবি তুলেছে। গ্রেফতার হওয়া আপ নেতা যাতে স্বচ্ছ ও সময়োপযোগী আইনি প্রক্রিয়ার সুযোগ পান তা নিশ্চিত করতে আবেদন জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র একথা জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে। জার্মানির পর কেজরি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় চাপে মোদি সরকার।

আরও পড়ুন-পোড়ামাটির হাটে বসন্তোৎসবে শামিল হয়ে রঙে, গানে জনসংযোগ সুজাতার

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ঠিক লোকসভা ভোটের মুখে ইডি গ্রেফতার করার পরেই জার্মানির বিদেশমন্ত্রক প্রায় একই সুরে বিবৃতি দিয়েছিল। তারা বলেছিল, আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল ন্যায্য এবং নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকারী। জার্মান সরকারের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, আমরা অনুমান করি এবং আশা করি যে বিচারবিভাগের স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক নীতিগুলির সঙ্গে সম্পর্কিত মান এক্ষেত্রেও প্রয়োগ করা হবে। এরপরেই এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়। সেইসঙ্গে জার্মানির মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলেও চিহ্নিত করে মোদি সরকার।

Latest article