পোড়ামাটির হাটে বসন্তোৎসবে শামিল হয়ে রঙে, গানে জনসংযোগ সুজাতার

তবে বসন্তের মাতাল সমীরণের মতো পোড়ামাটির হাট প্রাঙ্গণে সাধারণ মানুষের সঙ্গে আনন্দে মেতে ওঠেন বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর : বিধায়ক তন্ময় ঘোষের উদ্যোগে বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে বসন্তোৎসব পালিত হল মঙ্গলবার। সকালে প্রৌঢ় থেকে কিশোর, বহু নৃত্যশিল্পী, শহরের সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে পদযাত্রার মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। বহু পর্যটকও বসন্তোৎসবে সামিল হন। তবে বসন্তের মাতাল সমীরণের মতো পোড়ামাটির হাট প্রাঙ্গণে সাধারণ মানুষের সঙ্গে আনন্দে মেতে ওঠেন বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

আরও পড়ুন-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্পত্তি কর মকুব করা হল

নববসন্তে নব জীবনের জয়গান গেয়ে তিনি রঙের উৎসবের সর্বজনীন আবেদন নিয়ে সাধারণ মানুষের মাঝে উপস্থিত হন। প্রার্থী সুজাতার কথায়, সব রঙ মিলেমিশে রঙ হোক একটাই। যে রঙেতে আছে প্রেম, ভালবাসা সবটাই। কথাবার্তায় বারবার বুঝিয়ে দিলেন, বিষ্ণুপুরের ঘরের মেয়ে তিনি। আগামী দিনে এই কেন্দ্র থেকে সাংসদ হয়ে বিষ্ণুপুরের মানুষের রঙিন স্বপ্নের বাস্তবায়ন করবেন।

Latest article