গুয়াহাটি, ৯ নভেম্বর : কর্ণাটককে সাত উইকেটে হারিয়ে মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা। তারকাখচিত কর্ণাটক প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করার পর বাংলা অভিমন্যু ইশ্বরনের ব্যাটে ভর করে ১৮ ওভারে ১৩৮-৩ করে নেয়। ইশ্বরন ৫১ রানে নট আউট থেকে যান। কাইফ মহম্মদ নট আউট থাকেন ৩৪ রানে।
মায়াঙ্ক আগরওয়াল, দেবদূত পারিকাল, মণীশ পান্ডে, করুণ নায়ার, কৃষ্ণাপ্পা গৌতমকে নিয়ে শক্তিশালী দল কর্ণাটকের। সেই দলকে ১৩৪ রানে আটকে দিয়ে বাংলাকে ম্যাচে ভাল জায়গায় রেখে দেন পেসার মুকেশ কুমার, স্পিনার প্রদীপ্ত প্রামানিক। প্রথমজন তিনটি উইকেট নিয়েছেন। মুকেশ প্রথম ওভারেই নেন দুই উইকেট। প্রদীপ্ত চার ওভারে নেন দু’টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শাহবাজ আমেদ ও আকাশ দীপ।
আরও পড়ুন : ফের বৃষ্টির আশঙ্কা
বাংলার ইনিংসে অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ৪ রানে আউট হয়ে যান। এছাড়া ঋত্বিক চট্টোপাধ্যায় ১৮ ও ঋদ্ধিমান সাহা ২৭ রান করেছেন। ম্যাচের পর সুদীপ বলেন, ‘‘মুম্বই এদিন আগের ম্যাচে জিতে কোয়ালিফাই করে যাওয়ায় আমাদের জিততেই হত। তবে আমরা ফোকাস ঠিক রেখেছিলাম। ভাল ক্রিকেট খেলেই শেষ আটে গেলাম। বোলাররা দারুণ বল করেছে। মুকেশ প্রথম ওভারে দুই উইকেট নিয়ে কর্ণাটককে চাপে ফেলে দিয়েছিল। প্রদীপ্ত, শাহবাজও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে কর্ণাটকের রানের গতিকে আটকে রেখেছিল। বোলাররা সত্যিই ভাল বল করেছে“।
আভিমন্যু রান পাওয়ায় সুদীপ খুশি। তিনি বলেছেন, আভিমন্যু তাঁদের দলের সম্পদ। তাঁর ব্যাটে রান আসা মানে দলের সুবিধা।