প্রতিবেদন : পরীক্ষায় নম্বর কম পাওয়ার ভয়ে প্রথমে মুখ বন্ধ করে থাকা। শেষে আতঙ্কে স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যাচ্ছিল উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার একটি প্রাথমিক স্কুলের ছাত্রীদের। শিক্ষাজীবনের শুরুতেই স্কুলের প্রতি এই আতঙ্কের জন্য দায়ী প্রাথমিক স্কুলেরই প্রধান শিক্ষক। যোগীরাজ্যে নারী নিরাপত্তার ছবিটা স্পষ্ট হয়ে যায় এই খুদে পড়ুয়াদের উপর যৌননিগ্রহের (Sexual harassment) অভিযোগের পরই। অভিযোগের চাপে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রশাসন। অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে আর্নিয়া থানার পুলিশ।
আরও পড়ুন- মোদি জমানায় কাজের আকাল, শিক্ষিত বেকারে ছেয়ে গিয়েছে দেশ
প্রাথমিক স্কুলের ৯ থেকে ১২ বছরের বালিকাদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক প্রতাপ সিং ছাত্রীদের শরীরের গোপনস্থানে (Sexual harassment) হাত দিতেন। জোর করে মোবাইলে অশ্লীল ভিডিও দেখাতেন। আর এইসব কথা বাড়িতে বলা বারণ ছিল। তাহলেই তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে বলে হুমকি ছিল। খুদে মেয়েরা শিক্ষকের ভয়ে বাড়িতেও কিছু বলত না। শুধু তারা স্কুলে আসা বন্ধ করে দিতে থাকে। পরে বিষয়টি জানাজানি হতেই জালে প্রধান শিক্ষক। তাৎপর্যপূর্ণ বিষয়, নিগৃহীত যে ১২ জন ছাত্রী পুলিশে অভিযোগ জানায় তারা সকলেই তফসিলি জাতি বা ওবিসিভুক্ত।