লোকসভার ভোটে (Loksabha election) প্রার্থীপদ না পেলেও বিধানসভার উপনির্বাচনের টিকিট পেলেন তারকা প্রার্থী। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। গত ১০ মার্চ জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থীতালিকার প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান যাঁরা টিকিট পাননি, তাঁদের কথা অন্যান্য ভোটে বিবেচনা করা হবে। আজ সেই কথা রাখলেন তিনি। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জন্য প্রার্থীপদ পেলেন রেয়াত হোসেন সরকার। এই আসনে ৬০ শতাংশের বেশি সংখ্যালঘু ভোটার আছেন।
আরও পড়ুন-উন্নয়নের মডেলকে সামনে রেখে লোকসভার প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর থেকে তৃণমূলের টিকিটে তাপস পায় জেতেন। এবার লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। এমতাবস্থায় বরানগর কেন্দ্র বিধায়ক-শূন্য হয়ে পড়েছে। অন্যদিকে, ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হয়েছে। সেই বিধানসভা আসনও ফাঁকা। তাই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হচ্ছে।