অলিম্পিক পদক ধরে রাখতে চান নীরজ

Must read

নয়াদিল্লি, ২৯ মার্চ : অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra) ১০ মে নতুন মরশুম শুরু করছেন। দোহায় ডায়মন্ড লিগে অভিযান শুরু করছেন দেশের তারকা অ্যাথলিট। এই বছর প্যারিসে অলিম্পিকের আসর। তারজন্য বিদেশে প্রস্তুতি চলছে নীরজের (Neeraj Chopra)। অলিম্পিকের বছরে মরশুমের প্রথম প্রতিযোগিতা থেকেই নীরজের লক্ষ্য থাকবে, ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়া। এছাড়াও টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় তারকা প্যারিসেও খেতাব ধরে রাখার অভিযান সফল করতে মরিয়া থাকবেন।

আরও পড়ুন-উন্নয়নের মডেলকে সামনে রেখে লোকসভার প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডায়মন্ড লিগের ওয়েবসাইটে নীরজ বলেছেন, ‘‘এই বছর আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে, অলিম্পিক খেতাব ধরে রাখা। কিন্তু লড়াই এবার খুব কঠিন। ৯০ মিটারের বাধা পেরনো খুব জরুরি। দোহায় ডায়মন্ড লিগ খুব ভাল পরিবেশে হবে। আমার সামনে দারুণ সুযোগ রয়েছে মরশুম খুব ভালভাবে শুরু করার।’’
নীরজ আরও বলেছেন, ‘‘দোহার ডায়মন্ড লিগ সবসময় আমার কাছে স্পেশাল। ওখানে ভারতীয়দের কাছ থেকে প্রচুর সমর্থন পাই। কাতারে অনেক ভারতীয় থাকেন। ওরা যেভাবে আমার উপর আস্থা রাখে, ভাল পারফরম্যান্স করে তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব।’’ দোহার ডায়মন্ড লিগে এবার নীরজকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স, অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী জাকুব ভাদলেচ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জুলিয়ান ওয়েবার অংশ নেবেন ডায়মন্ড লিগে। তরুণ ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনাও অংশ নেবেন ইভেন্টে। নীরজ তাকিয়ে থাকছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকেও। সেখানেও বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে ভারতের সোনার ছেলের কাছে।
এদিকে, অলিম্পিক মার্চপাস্টে কেন নীরজকে পতাকা বওয়ার দায়িত্ব দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অঞ্জু ববি জর্জ। প্রসঙ্গত, এই দায়িত্ব শরত কমলের।

Latest article