প্রতিবেদন : স্বামী গৌতমানন্দ (Swami Gautamananda) মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষ নির্বাচিত হলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত হচ্ছেন ততদিন পর্যন্ত সমস্ত কাজকর্ম পরিচালনার জন্য অন্তর্বর্তী অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী সংগঠক হিসাবে কাজ পরিচালনা করবেন তিনি। বেলুড় মঠ সূত্রের খবর, রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষ হিসেবেই এদিন নির্বাচিত হন স্বামী গৌতমানন্দজি (Swami Gautamananda) মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। শুক্রবার থেকেই তাঁর হাতে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব তুলে দেওয়া হল। আগামী এক মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ চেয়ে শুরু হোয়াটসঅ্যাপ প্রচার