মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ চেয়ে শুরু হোয়াটসঅ্যাপ প্রচার

Must read

প্রতিবেদন : ইডির হেফাজতে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জন্য আশীর্বাদ প্রার্থনা করে হোয়াটসঅ্যাপ প্রচার অভিযানে নামলেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। শুক্রবার দিল্লিতে এই অভিযানের সূচনা করলেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই জনসংযোগ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‍‘কেজরিওয়াল কো আশীর্বাদ’। এক ভিডিও বার্তায় সুনীতা বলেছেন, আমরা আজ থেকে একটি জনসংযোগ যাত্রা শুরু করেছি। আপনারা ইচ্ছে করলে ৮২৯৭৩২৪৬২৪ এই নম্বরে বার্তা পাঠাতে পারেন কেজরিওয়ালকে। সুনীতার কথায়, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পর অনেক মানুষ ফোন করেছেন। জানিয়েছেন কেজরিওয়ালের মুক্তির জন্য তাঁরা উপবাস করছেন। মানুষ এত ভালবাসেন তাঁকে। আপনারা যা বলতে চান, তা এই নম্বরে পাঠান। প্রতিটি বার্তা পৌঁছে যাবে তাঁর কাছে। এই বার্তা পাঠানোর জন্য আপনাকে আপের কর্মী হতে হবে না। আপ সুপ্রিমোর স্ত্রীর মন্তব্য, কেজরির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত চলছে। ওঁর শরীর ভাল নেই। আপনাদের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। আমজনতাই দেবে এর যোগ্য জবাব। এই প্রচার অভিযানকে কেন্দ্র করে ব্যপক সাড়া পড়ে গিয়েছে কেজরি-অনুগামী মহলে।

আরও পড়ুন- কেজরির গ্রেফতারিতে প্রতিবাদ রাষ্ট্রসংঘের

Latest article