প্রতিবেদন : কখনও কড়া ভাষায়, কখনও যুক্তি এবং তথ্য দিয়ে। বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি থেকে বিরোধীরা। পুজো-পার্বণ নির্বিঘ্নে কাটার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েই তোপ দাগেন নিজস্ব ভঙ্গিতে। পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী যুক্তি দিয়ে বিঁধছিলেন বিজেপির নাটুকে রাজনীতিকে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হাতেই অর্থ দফতর
এদিন বিধানসভায় দাঁড়িয়ে ফের বললেন, জ্বালানির দাম বাড়িয়ে কেন্দ্র তো ৪ লক্ষ কোটি টাকা তুলেছে। সেসব তো এসেছে রাজ্য থেকেই। তাহলে সেই টাকার কেন ভাগ করে দেওয়া হবে না? লাফিয়ে লাফিয়ে পেট্রোলের দাম এই ক’মাসে ৪০ টাকার কাছাকাছি বাড়িয়েছে। এখন কয়েক টাকা কমিয়ে রাজ্যগুলোকে নাটুকে চাপ দিচ্ছে। আবার আন্দোলন করছে। আন্দোলনের ‘আ’ জানে না, তাদের আবার আন্দোলন।
আরও পড়ুন-নন্দীগ্রাম দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি
মুখ্যমন্ত্রী বলেন, আমরাই একমাত্র দল, যা প্রতিশ্রুতি দিই তা পূরণ করি। আদিবাসী মহিলারা মাসে এক হাজার টাকা পাচ্ছেন। সাধারণ মহিলারা ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাচ্ছেন। হিসেব বলছে, এই মুহূর্তে ১ কোটি ৩৩ লক্ষ মহিলা ২,১৬৪ কোটি পেয়ে গিয়েছেন। কৃষকরা টাকা পাচ্ছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাহায্যে পড়ুয়ারা কার্যত বিনা অর্থে উচ্চশিক্ষা পাচ্ছে। আর ১৬ নভেম্বর থেকে চালু হবে দুয়ারে রেশন। সারা দেশে এমন প্রকল্প কোথায় আছে বলতে পারেন!
বিরোধী দল বিধানসভায় ছিল না। তা দেখে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ওরা তো বিধানসভার মর্যাদা রাখতেই জানে না। যখন ইচ্ছা হয় তখন আসে। ওদের জন্য আমার মর্মবেদনা রইল। উপনির্বাচনে জয়ী চার নতুন বিধায়ককে শুভেচ্ছা জানিয়ে বলেন, মনে রাখবেন মানুষের জন্যই কাজ করতে এসেছেন। মানুষের আশীর্বাদ অহংকার করার জায়গা নয়।
কিছুটা স্মৃতিচারণে ফিরে গেলেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কথায়। কোভিড হয়নি। হার্ট অ্যাটাকে চলে গেলেন। মানা যায় না।
রাজ্যের উন্নয়নের তালিকা দেওয়ার পাশাপাশি দেউচা পাচামি কয়লা খনির প্রসঙ্গ তুলে এনে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরের মতো কোনও জেদাজেদি নয়। সকলের আস্থা অর্জন করে শিল্প হবে। ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগে এক লক্ষের বেশি কর্মসংস্থান। রাজ্য সরকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছে। তারপর বক্তব্য থাকলেও শোনা হবে।
প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুতের দাম কমে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার শিল্পে নতুন উৎসাহ এসেছে। পুরুলিয়ায় ৭২ হাজার কোটি লগ্নি করে লেদার ইন্ডাস্ট্রি হবে। আইটি হাবের জন্য ২০০ একর জমিতে কাজ শুরু হচ্ছে। বাংলাই দেশকে পথ দেখাচ্ছে