মুখ্যমন্ত্রীর হাতেই অর্থ দফতর

উপনির্বাচনে জয়ী চার বিধায়ক শপথ নেওয়ার পরেই মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী৷

Must read

প্রতিবেদন : উপনির্বাচনে জয়ী চার বিধায়ক শপথ নেওয়ার পরেই মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকেই দফতর বণ্টন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অর্থমন্ত্রী অমিত মিত্রর মেয়াদ মঙ্গলবারই শেষ হয়৷ ​ফলে তাঁর জায়গায় কে দায়িত্ব পাবেন সে নিয়ে জল্পনা ছিল৷ জল্পনা ছিল সদ্যপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের দফতরের দায়িত্ব কার হাতে যাচ্ছে সে নিয়েও৷

আরও পড়ুন-নন্দীগ্রাম দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি

অর্থ দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে৷ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ চন্দ্রিমা স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী৷ অমিত মিত্র মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা৷ পাবেন পূর্ণমন্ত্রীর সমান মর্যাদা৷ বৈঠকে ভার্চুয়াল উপস্থিত ছিলেন। দায়িত্ব বাড়ল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন তিনি।

আরও পড়ুন-‘আমাদের ঝগড়া নেই, ওসব মিডিয়ার গল্প, বিশ্বাস করবেন না’ জমজমাট কুমার শানু ও নচিকেতা জুটির পরেশের বিজয়া সম্মেলনী

প্রয়াত সুব্রত মখোপাধ্যায়ের পঞ্চায়েত দফতর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১০০ দিনের কাজের দায়িত্ব ছিল তাঁর দফতরেরই। বারবার দেশের মধ্যে এই দফতর সেরার স্বীকৃতি পেয়েছে। তাঁর পঞ্চায়েত দফতর সামলাবেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়৷ এই দফতরের প্রতিমন্ত্রী করা হল শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে৷ প্রয়াত সুব্রতবাবুর স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন শশী পাঁজা৷

আরও পড়ুন-লখিমপুরের গুলি মন্ত্রীপুত্রের বন্দুক থেকেই, প্রমাণ ফরেনসিক রিপোর্টে

তিনি এই মুহূর্তে নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী৷ এছাড়াও প্রয়াত মন্ত্রীর হাতে থাকা ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়াকে৷ ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে বীরবাহা হাঁসদাকে৷

বীরবাহা এই মুহূর্তে বন দফতরের প্রতিমন্ত্রী৷ যদিও এ বিষয়ে সরকারিভাবে কেউ মুখ খোলেননি৷ নিয়মমাফিক এই সংক্রান্ত সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে৷

Latest article