নন্দীগ্রাম দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি

২০০৭ সাল থেকেই রাজ্য রাজনীতির অন্যতম নাম হয়ে রয়েছে জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রাম।

Must read

১০ নভেম্বর হল নন্দীগ্রাম দিবস। ২০০৭ সাল থেকেই রাজ্য রাজনীতির অন্যতম নাম হয়ে রয়েছে জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রাম। ভূমি উচ্ছেদ কমিটি ১০ ই নভেম্বর দিনটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সূর্যোদয় পালন করেন।

আরও পড়ুন-‘আমাদের ঝগড়া নেই, ওসব মিডিয়ার গল্প, বিশ্বাস করবেন না’ জমজমাট কুমার শানু ও নচিকেতা জুটির পরেশের বিজয়া সম্মেলনী

প্রসঙ্গত এই দিন উপলক্ষে বেশ কয়েক বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘দশ বছর আগে আজকের দিনে সিপিএমের হার্মাদ বাহিনী নন্দীগ্রামে যে বর্বরোচিত অত্যাচার শুরু করেছিল তা আজ আমাদের স্মৃতিতে উজ্জ্বল।
আজ তাই স্মরণ করছি নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, নানুর, কেশপুর সহ বাংলার সেই শহীদদের যারা সিপিএমের হিংসাত্মক রাজনীতির বলি হয়েছিলেন।’

আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে জানিছেন’ নন্দীগ্রামের শহীদদের ভুলছি না, ভুলবো না’। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন তিনি।

Latest article