সংবাদদাতা, নদিয়া : আজ ধুবুলিয়া থেকে লোকসভার প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় তৃণমূল ৫০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্য নিয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে কৃষ্ণনগর লোকসভার সাতটি বিধানসভা থেকেই দলের কর্মী-সমর্থকেরা আসছেন। গোটা এলাকা নিরাপত্তায় মোড়া হয়েছে। মঞ্চ ও অন্যান্য কাজ শনিবার ছিল শেষের দিকে।
আরও পড়ুন-সাংসদের উদ্যোগে গোকর্ণী স্বাস্থ্যকেন্দ্রে এপ্রিলেই চিকিৎসক
ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাব এলাকায় রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। এই সভা থেকেই আজ কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’-এর বিরুদ্ধে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর কৃষ্ণনগর, করিমপুর ও কলকাতার বাড়িতে সিবিআই হানা দেয়। আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর কেন্দ্রীয় এজেন্সিগুলির ‘অতিসক্রিয়তা’ প্রসঙ্গে সরব ‘ইন্ডিয়া’ জোটের নেতানেত্রীরা। এই ইস্যুকে সামনে রেখেই এ রাজ্যে ভোটপ্রচার শুরু করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে ফের মহুয়াকেই টিকিট দিয়েছেন নেত্রী।