সাংসদের উদ্যোগে গোকর্ণী স্বাস্থ্যকেন্দ্রে এপ্রিলেই চিকিৎসক

দীর্ঘ বেশ কয়েক বছর পর চিকিৎসক পেতে চলেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র৷ এপ্রিলের শুরু থেকে আপাতত সপ্তাহে ২-৩ দিন মিলবে বহির্বিভাগ পরিষেবা৷

Must read

নাজির হোসেন লস্কর, মগরাহাট: দীর্ঘ বেশ কয়েক বছর পর চিকিৎসক পেতে চলেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র৷ এপ্রিলের শুরু থেকে আপাতত সপ্তাহে ২-৩ দিন মিলবে বহির্বিভাগ পরিষেবা৷ স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্যোগে এই চিকিৎসা পরিষেবা মিলতে চলেছে এলাকার মানুষের৷ প্রসঙ্গত, মগরাহাটের গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি কোনওমতে একজন নার্স ও অস্থায়ী কর্মীদের নিয়ে চলছে৷ ফলে এলাকায় মানুষের দাবি ছিল চিকিৎসক নিয়োগের।

আরও পড়ুন-শক্তি স্বরূপারাই বাংলায় বিজেপিকে হারাবে…

স্থানীয় মানুষজন এই দাবিতে গোকর্ণী-যুগদিয়া হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা কমিটি গড়ে জনপ্রতিনিধি ও দফতরে দফতরে স্মারকলিপি জমা, বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন৷ এরই মধ্যে লোকসভা ভোট উপলক্ষে দোলের দিন গোকর্ণীতে তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠকে বসেন স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডল৷ তাঁকে কাছে পেয়ে হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়টি তখনই উত্থাপন করেন দলীয় কর্মীরা৷ জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এ-বিষয়ে বলেন, কর্মীদের থেকে খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য মুখ্যস্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সরাসরি কথা বলি৷ তিনি গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক বসার বিষয়ে আশ্বাস দেন৷ শুধু গোকর্ণী নয়, যুগদিয়া পঞ্চায়েত এলাকার মানুষজনও এখন থেকে এখানেই চিকিৎসা পরিষেবা পাবেন৷ ফলে প্রাথমিক চিকিৎসার জন্য আর ৬-৮ কিমি পেরিয়ে ব্লক হাসপাতালে যেতে হবে না৷ এ-বিষয়ে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জয়ন্তকুমার সুকুল বলেন, এলাকার স্বাস্থ্য পরিষেবার কথা ভেবে মগরাহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ এপ্রিল থেকে আপাতত সপ্তাহে ২-৩ দিন ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বসবেন বলে জানান মগরাহাট ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌরভ বিশ্বাস৷

Latest article