আন্দামান (Andaman) থেকে বিমানে (Flight) কলকাতা ফেরার সময়েই বিড়ম্বনা। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময়েই হঠাৎ শুরু হয় মাথাব্যথা। সঙ্গে বমি। এর পরেই জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না বৃদ্ধাকে। কলকাতা বিমানবন্দরে শনিবার পোর্ট ব্লেয়ার থেকে ভিস্তারার ইউকে ৭৭৮ বিমানে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৬০ বছরের শর্মিষ্ঠা দাস।
আরও পড়ুন-কালবৈশাখী ঝড়বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড উত্তরের জেলা, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
অবতরণের কিছুক্ষন আগে থেকেই মাথাব্যথা শুরু হয় শর্মিষ্ঠা দেবীর। পাইলটের কাছে খবর পৌঁছতেই তিনি দ্রুত এটিসির সঙ্গে যোগাযোগ করেন। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। সবুজ সংকেত পেয়ে দুপুর ২টো ৩৯ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। ছুটে আসেন বিমান বন্দরে থাকা ডাক্তারেরা। ততক্ষণে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়ে গিয়েছে। অ্যাম্বুলেন্সে করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ডাক্তারেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।