কালবৈশাখী ঝড়বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড‌ উত্তরের জেলা, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টির তাণ্ডবে গাছ‌ পড়ে‌ ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে।

Must read

ভয়ঙ্কর ঝড়ে লন্ডভন্ড‌ পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়িতে (Jalpaiguri)। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টির তাণ্ডবে গাছ‌ পড়ে‌ ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের পাতকাটা ও ডেঙ্গুয়াঝাড় চা-বাগান এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন-কলেজে যৌন হেনস্থার অভিযোগ, ঝাঁপ দিয়ে মৃ.ত্যু কিশোরীর

ঝড়ের তান্ডবে বেশ কয়েকটি বড় গাছ ভেঙে পড়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জলপাইগুড়ি শহরের সেনপাড়া এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ায় এক ব্যক্তির‌ মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে আচমকাই ভয়ঙ্কর কালবৈশাখী শুরু হয়। ঝড়ের সময় একটি বিশাল আকৃতির গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন এক‌ ব্যক্তি‌। সেই সময় ভেঙে পড়ে গাছটি‌। গাছের নিচে চাপা পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই ব্যক্তির। জলপাইগুড়ির গোশালা মোড়‌ থেকে শুরু করে ঝড়ের তান্ডবে লন্ডভন্ড‌ হয়েছে ‌ডেঙ্গুয়াঝার চা-বাগান‌ এলাকা‌।

আরও পড়ুন-‘আমরা সবাই প্রজা কেউ রাজা নেই’ বিজেপি প্রার্থী অমৃতাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এমতাবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার কথা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ”হঠাৎ ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া আজ বিকেলে জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় বিপর্যয় ডেকে আনে, যার ফলে মানুষের প্রাণহানি, বাড়ির ক্ষতি সহ গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কিউআরটি দলগুলি বিপর্যয় মোকাবিলায় এবং ত্রাণ সরবরাহ করার কাজ শুরু করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের নিয়মানুযায়ী এবং এমসিসি অনুসরণ করে নিহতদের ক্ষেত্রে এবং আহতদের স্বজনদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং আমি নিশ্চিত যে জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণ প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।”

 

Latest article