‘আমরা সবাই প্রজা কেউ রাজা নেই’ বিজেপি প্রার্থী অমৃতাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় প্রার্থী দিতে পাচ্ছে না বিজেপি। কৃষ্ণনগরের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী না পেয়ে অমৃতা রায়কে প্রার্থী করে বিজেপি।

Must read

রবিবার, ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে কৃষ্ণনগরের দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) প্রচারসভা থেকে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে নিয়ে তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের ‘সম্পর্ক’ নিয়ে নরেন্দ্র মোদিকে প্রবল আক্রমণ করেন মমতা।

আরও পড়ুন-বিজেপির ইস্তেহার কমিটিতে বাংলার কেউ নেই, সরব কুণাল ঘোষ

বাংলায় প্রার্থী দিতে পাচ্ছে না বিজেপি। কৃষ্ণনগরের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী না পেয়ে অমৃতা রায়কে প্রার্থী করে বিজেপি। আর তাঁকে রাজমাতা বলে প্রচার চালায়। এনিয়ে এদিন গেরুয়া শিবিরকে ধুয়ে দেন তৃণমূল সুপ্রিমো। অমৃতাকে প্রার্থী করায় বিজেপির দৈন্য প্রকাশ পেয়েছে। একই সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের সখ্যতার ইতিহাস তুলে তীব্র আক্রমণ করেন মমতা। এদিন ধুবুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মীরজাফরকে করে না। সিরাজউদ্দৌলা ভালো না খারাপ তা নিয়ে আমি আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে— মোদিবাবু আপনি কি ইতিহাস ভুল গেলেন?“

আরও পড়ুন-কলেজে যৌন হেনস্থার অভিযোগ, ঝাঁপ দিয়ে মৃ.ত্যু কিশোরীর

এর পর রাজমাতা নিয়ে মমতা তীব্র কটাক্ষ করে বলেন, “আবার বলছে রাজমাতা। কোথা থেকে মাতা রাজ হল? এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই প্রজা কেউ রাজা নেই। যাঁরা যাঁরা রাজা আছেন, তাঁরা গিয়ে রাজপ্রাসাদে থাকুন। সেখানে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাব। আর তা করলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।“

Latest article