বিজেপির ভোট বিজ্ঞাপনে নারীদের অপমান! কমিশনে নালিশ মহিলা সংগঠনের

Must read

লোকসভা ভোটের মুখে আবারও নারীদের অপমান ভারতীয় জনতা পার্টির। বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে কটাক্ষ করে তৈরি করা একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে মাথা হেঁট বিজেপির। এই বিজ্ঞাপনী প্রচার অবিলম্বে বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ চারটি মহিলা সংগঠন। তাদের দাবি, এই বিজ্ঞাপন তৈরি করে নারীদের অপমান করেছে কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি বিবাহ নামক একটি প্রতিষ্ঠানকেও অবমাননার অভিযোগ সামনে এনেছে মহিলা সংগঠনগুলি। তবে ভোটের মুখে বিজেপির বেটি বাঁচাও স্লোগান যে শুধু মুখেই তা নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা।

বিজ্ঞাপন দেশের চারটি মহিলা সংগঠন কমিশনকে (Election Commission) সাফ জানিয়েছে, ওই বিজ্ঞাপন অবিলম্বে বিজেপিকে তুলে নিতে হবে। এমন বিজ্ঞাপন তৈরি করে প্রচার করার জন্য ক্ষমাও চাইতে হবে গেরুয়া শিবিরকে। পাশাপাশি নারীদের অপমানের কারণে দেশের সকল মহিলাকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফে। সংগঠনগুলির অভিযোগ, এই বিজ্ঞাপন থেকে স্পষ্ট যে বিজেপি কতটা নারী-বিরোধী।

আরও পড়ুন- জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, প্রশাসনের কাজের প্রশংসা

গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ওই বিতর্কিত ভিডিও পোস্ট করে বিজেপি। দু’মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়েছেন। সেখানে পাত্র ছাড়াও রয়েছেন তাঁর অন্যান্য আত্মীয়েরা। বিজ্ঞাপনে পাত্র হিসাবে রাহুল গান্ধীকে দেখানো হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সোনিয়া গান্ধী-সহ একাধিক বিরোধী নেতানেত্রীকে দেখানো হয়েছে। এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি তোলে বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিজ্ঞাপনে নারীকে ‘পণ্য’ হিসাবে দেখানো হয়েছে। যা নারীদের অপমান। সেই বিজ্ঞাপন কেই নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মোদি সরকার।

Latest article